ঢাকা : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধের মধ্যেই রাজধানী ঢাকায় টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি।
রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করবে তারা।
ঢাকা মহানগর বিএনপির এক জরুরি সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মহানগরের যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সচিব মনিরুল ইসলাম।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে সাদেক হোসেন খোকাকে আটক করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। পরে তাকে শাহবাগে পেট্রল বোমায় গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড দেয় আদালত। খোকাকে শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।--ডিনিউজ
রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করবে তারা।
ঢাকা মহানগর বিএনপির এক জরুরি সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মহানগরের যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সচিব মনিরুল ইসলাম।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে সাদেক হোসেন খোকাকে আটক করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। পরে তাকে শাহবাগে পেট্রল বোমায় গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড দেয় আদালত। খোকাকে শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।--ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়