Tuesday, December 3

সহিংসতায় মজীনার উদ্বেগ

ঢাকা : ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, শান্তির পথে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 
আজ মঙ্গলবার বেলা একটার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মজীনা এ কথা বলেন।
সচিবালয়ে আজ মঙ্গলবার নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন মজীনা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের মধ্যে সংলাপের ওপরও জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তথ্যমন্ত্রী বলেন, একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এ জন্য আমরা আলোচনা করেছি। আমরা এখনও মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করা দরকার। এখনও কিছু সময় আছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অর্থবহ নির্বাচনের পথ বের করা যায়। পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ড্যান মজীনার বৈঠক করার কথা ছিল।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়