Saturday, December 7

মুক্তিযোদ্ধা সমাবেশ ১০ ডিসেম্বর

ঢাকা : যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সমাবেশ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের ডাক দেয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাজাহান খান।

শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যাতে কার্যকর না হতে পারে, সেজন্য বিএনপি-জামায়াত-শিবির-রাজাকার চক্র রাজনৈতিক আন্দোলনের নামে বেশ কিছুদিন ধরে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালাচ্ছে। জাতীয় সম্পদ ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান পোড়াচ্ছে, ভাঙছে। দেশের অগ্রসরমাণ জাতীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত রয়েছে তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, কবীর আহাম্মদ খান, মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম (অব.), মেজর ওয়াকার হাসান বীর প্রতীক (অব.), ইসমত কাদির গামা, মো. সালাহউদ্দিন, মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, হেমায়েতউদ্দিন বীর বিক্রম ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সদস্যসচিব মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়