আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বায়ুদূষণের কারণে ভয়ঙ্কর সমস্যায় পড়েছে সাংহাইবাসী। শুক্রবার আবার গাঢ় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল শহরের আকাশ। ধোঁয়ার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল মাত্র কয়েক মিটারে, পিছিয়ে গিয়েছিল অনেক ফ্লাইটের সময়সীমা এবং শিশুদের সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে ঘরের ভেতরে থাকার।
চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই জনবহুল শহরটিকে এর আগেও বায়ুদূষেণের কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরইমধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সাংহাই শহর কর্তৃপক্ষকে কয়েকবার বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা নিয়ে সতর্ক করে দেয়। এরই প্রেক্ষিতে সাংহাই শহর কর্তৃপক্ষ এর অধিবাসীদের জন্য কঠিনতর স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে।
শহর কর্তৃপক্ষ তাদের সাম্প্রতিক সতর্কবার্তায় শিশুদেরকে ঘরের ভেতর রাখতে এবং বেশ কয়েকটি কারখানা বন্ধ কিংবা দ্রুত ছুটি দেয়ার আহ্বান জানিয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল থেকেই সাংহাইয়ের আকাশ হলুদ কুয়াশায় ঢেকে যায়। এর ফলে রাস্তায় লোক ও গাড়ি চলাচল কমে যায়। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারও রাস্তা থেকে তাদের ৩০ শতাংশ বাস সার্ভিস তুলে নেয়।
বিজ্ঞানীরা বলছেন, সাংহাইয়ের বাতাসে তারা ছোট এবং ক্ষতিকর পিএম ২.৫ কণার অস্তিত্ব পেয়েছেন। যা শুক্রবার শহরের বাতাসের প্রতি কিউবিক মিটারে ৬০২ দশমিক ৫ মাইক্রোগ্রাম ছিল। যা শহরের দূষণ মাত্রার ক্ষেত্রে একটি রেকর্ড।
এই দূষিত বায়ু যে শুধু সাংহাইবাসীকেই অসুস্থ করছে তা নয় একই সঙ্গে তা ছড়িয়ে পড়ছে পাশের প্রদেশগুলোতেও। মূলত কয়লা পোড়ানো, যানবাহন কল কারখানা থেকে নির্গত ধোঁয়া এই বায়ু দূষণের জন্য দায়ি বলে জানান তারা।
বাংলামেইল২৪ডটকম/এসএম
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়