ঢাকা: ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ট্রফি আগামী মঙ্গলবার ঢাকায় আসছে। বর্তমানে এটি সারা বিশ্ব ঘুরছে। এবার কোকাকোলার সৌজন্যে ৮৯ দেশ ভ্রমণ করবে।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী।
বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি আনছে। ২০০৬ সাল থেকে কোকা কোলা প্রথম ট্যুর প্রোগ্রাম শুরু করে। সেবার ৩৮টিদেশ ট্রফি ভ্রমণ করেছিল। এর আগে ১৯৭৪ সাল থেকে ফিফার সাথে সম্পৃক্ত কোকাকোলা। আগে এদেশে রিপ্লেকা আসলেও এবারই প্রথমবারের মতো প্রকৃত ট্রফিটি আসছে।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী।
বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি আনছে। ২০০৬ সাল থেকে কোকা কোলা প্রথম ট্যুর প্রোগ্রাম শুরু করে। সেবার ৩৮টিদেশ ট্রফি ভ্রমণ করেছিল। এর আগে ১৯৭৪ সাল থেকে ফিফার সাথে সম্পৃক্ত কোকাকোলা। আগে এদেশে রিপ্লেকা আসলেও এবারই প্রথমবারের মতো প্রকৃত ট্রফিটি আসছে।
সংযুক্ত আরব আমিরাত থেকে কোকাকোলা ও ফিফার বিমানে করে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে এই ট্রফি। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে ট্রফিটি। এর পর যাবে নেপাল ও ভারতে।
মঙ্গলবার এলেও বুধ ও বৃহস্পতিবার সাধারণ মানুষ এই ট্রফি দেখার সুযোগ পাবেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ পাবেন তারা। ১৫ হাজার মানুষকে এই সুযোগ করে দিচ্ছে কোকাকোলা। কোকাকোলা খেয়ে লটারির মাধ্যমে বিজয়ী ৯ হাজার এবং ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার ব্যক্তিকে সৌজন্য টিকেট দেবে তারা।
কোকাকোলার কান্ট্রি ব্যবস্থাপক দেবাশীষ দেব বলেন, এটি আমাদের পরিকল্পনার অংশ। বেশি দর্শক আসলে আমরা হয়তো তাদের সন্তুষ্ট করতে পারবো না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। গ্যালারিতে কোনো দর্শক থাকবেন না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেট দিয়ে নির্ধারিত সময়ে (টিকেটে সময় লেখা থাকবে) ঢুকে ট্রফি দেখে ছবি তোলার সুযোগ পাবেন তারা। ছবি তোলার সঙ্গে-সঙ্গে ছবিটি সেই ব্যক্তির হাতে দিয়ে দেয়া হবে। এরপর ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাবেন তিনি। প্রত্যেকে দেড় ঘণ্টা করে মাঠে থাকার সুযোগ পাবেন।
ঢাকায় আসার পর ট্রফিটি কে গ্রহণ করবেন তা এখনও ঠিক হয়নি। সালাম মুর্শেদী জানিয়েছেন, আমরা আশা করছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ট্রফিটি গ্রহণ করবেন। তবে তা এখনও ঠিক হয়নি। আমরা রোববার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
২৬৭ দিনে ৮৯টি দেশ পরিভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। আনুষ্ঠানিক ভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। শেষ হবে আবার ব্রাজিলে ফেরত যাবার মধ্য দিয়ে।
এর আগে ২০০২ সালে জিলেটের সৌজন্যে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি এসেছিল। তবে সেবার এসেছিল রেপ্লিকা। এবার মূল ট্রফিই আসছে বলে জানালেন কোকাকোলার কর্মকর্তারা। ব্রাজিল বিশ্বকাপের থিম সং গাইবেন ব্রাজিলীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক ডেভিড কোরি। বিভিন্ন ভাষায় গানটি গাওয়া হবে। বাংলায় গানটি রুপান্তরের চেষ্টা চলছে। ফুয়াদ আল মুক্তাদির গানটি তৈরি করবেন। তবে কে গাইবেন তা এখনো ঠিক হয়নি। বিভিন্ন ব্যান্ডের মাঝে প্রতিযোগিতা হবে। তাদের মধ্য থেকে সেরা নির্বাচিত ব্যান্ড দিয়ে গানটি গাওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলায় রুপান্তরিত গানটির একটি লাইন ব্রাজিল বিশ্বকাপের মূল থিম সংয়ে ঢোকানোর চেষ্টা করছে কোকাকোলা। এতে সাফল্যের ব্যাপারে তারা আশাবাদী। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিনিউজবিডি/সোহেল
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়