Thursday, December 5

ইরান সংঘাতের অবস্থান থেকে সরে এসেছে : জারিফ

ঢাকা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের সাম্প্রতিক পরমাণু চুক্তি প্রমাণ করে, দু’পক্ষ সংঘাতের অবস্থান থেকে সরে এসেছে।

গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসি ইরানিদের এক সমাবেশে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এর আগে ইরানের ওপর সংঘাতের যে প্রক্রিয়া চাপিয়ে দেয়া হয়েছিল তা বন্ধ হয়েছে এবং সমস্যা সমাধানের দিকে ধাবিত হচ্ছি আমরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতমাসে স্বাক্ষরিত বহু আকাঙ্ক্ষিত চুক্তি ছয় জাতিগোষ্ঠীকে ইরানি জনগণের আস্থা অর্জনের সুযোগ এনে দিয়েছে। ইরানি জনগণকে ভয় ও হুমকি দিয়ে কেউ কোনোদিন কোনো দাবি আদায় করে নিতে পারেনি। ইরান বিশ্বে শক্তিধর দেশ হওয়ার বাসনায় পরমাণু বোমা অর্জনের চেষ্টা করছে বলে যে অভিযোগ রয়েছে তা নাকচ করে দিয়ে জারিফ বলেন, শক্তিমত্তা অর্জনের জন্য ইরানের গণবিধ্বংসী অস্ত্রের প্রয়োজন নেই।ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনাকে বাধাগ্রস্ত করার ইসরাইলি প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল যদি সত্যিই ইরানের কথিত পরমাণু বোমা অর্জনের প্রচেষ্টাকে ভয় পায় তাহলে যখন ছয় জাতিগোষ্ঠী সে শঙ্কা দূর করে দিচ্ছে তখন তাদের প্রতি তেলআবিবের সমর্থন জানানো উচিত। ছয় জাতিগোষ্ঠী ইসরাইলের সে আশঙ্কা দূরে করার জন্যই চেষ্টা চালাচ্ছে বলে জারিফ মন্তব্য করেন।

তিনি বলেন, আসলে ইহুদিবাদী ইসরাইল ইরানের যে বিকৃত চেহারা বিশ্বের সামনে তুলে ধরেছে তার স্বরূপ উন্মোচিত হয়ে পড়বে বলেই তেলআবিব চলমান আলোচনা প্রক্রিয়ার বিরোধিতা করছে। ইরানের শান্তিকামী চেহারা বিশ্ববাসীর সামনে প্রমাণিত হলে ইসরাইল এতদিন ধরে যে অপরাধ করেছে তাও সবাই উপলব্ধি করবে বলে জারিফ মন্তব্য করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়