চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার ও নির্যাতন করে চলমান গণ-আন্দোলনকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নূর আহমেদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অন্যথায় জনগণ গণভবন ঘেরাও করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশরক্ষার চলমান আন্দোলনে জনগণের চাপে আওয়ামীলীগের কার্যক্রম গণভবনের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।
সমাবেশের আগে নগরীর কাজীর দেউরী মোড় থেকে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি নূর আহমেদ সড়ক, লাভলেইন ও এনায়েত বাজার এলাকা প্রদক্ষিণ করে নাসিমন ভবনে এসে শেষ হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নূর আহমেদ সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অন্যথায় জনগণ গণভবন ঘেরাও করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশরক্ষার চলমান আন্দোলনে জনগণের চাপে আওয়ামীলীগের কার্যক্রম গণভবনের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।
সমাবেশের আগে নগরীর কাজীর দেউরী মোড় থেকে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি নূর আহমেদ সড়ক, লাভলেইন ও এনায়েত বাজার এলাকা প্রদক্ষিণ করে নাসিমন ভবনে এসে শেষ হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়