Tuesday, December 3

জীবনের প্রথম একটি সঠিক সিদ্ধান্ত নিলেন এরশাদ : কর্নেল অলি

ঢাকা : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এক দলীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেওয়ার মাধ্যমে জীবনে সর্ব প্রথম একটি সঠিক সিদ্ধান্ত নিলেন বলে মন্তব্য করলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এল.ডি.পি) প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল অলি আহাম্মেদ। 

মঙ্গলবার বিকালে সালাহ উদ্দীন রাজ্জাক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞপ্তিতে কর্ণেল অলী বলেন, সাবেক রাষ্ট্রপতি হওয়ার এরশাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। তার জাতির অবিভাবক হিসেবে দায়িত্ব পালন করা উচিত। জীবনের শেষ প্রান্তে এসে জনগন এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটাই উত্তম। এলডিপির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই।

তিনি আশা প্রকাশ করে বলেন, দুয়েক দিনের মধ্যে জাতীয় পার্টির সদস্যরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন এবং মন্ত্রী সভা থেকে পদত্যাগ করবেন।

কর্নেল অলি আহমদ বলেন, বিগত ৩০ দিনে ১৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীসহ ও প্রায় ৬৫ জন সাধারন মানুষ নিহত এবং হাজার হাজার নেতাকর্মীরা সরকারি বাহিনীর হাতে আহত হয়েছেন। কোনো বিবেক বান ব্যক্তির পক্ষে এ ধরনের হত্যাকান্ড মেনে নেওয়া সম্ভব নয়। সরকারের একগুয়েমির কারনে এ হত্যাকান্ডগুলি সংঘঠিত হচ্ছে, এর দায় সরকারকেই নিতে হবে।

এ ছাড়াও বিরোধীদলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার, অসংখ্য নেতাকর্মীকে গুম এবং হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সরকার জরুরি অবস্থা জারির পায়তারায় লিপ্ত রয়েছে, কোনো অবস্থাতেই সরকার এতে লাভবান হবে না। এর জন্য সরকারের করুন পরিনতি হতে পারে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়