Saturday, December 14

বাকি যুদ্ধাপরাধীদেরও রায় কার্যকর হবে

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাকি যুদ্ধাপরাধীদেরও রায় কার্যকর হবে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি হয়েছে। অনেকে বলেছিলেন এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কিন্তু রায়ও কার্যকর হয়েছে। তিনি বলেন, বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে এবং রায়ও কার্যকর হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব সম্ভব। বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনাও সম্ভব।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়