নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের সীমান্তবর্তী মুলাগুল বাজারে অবস্থিত দু'শ বছরের প্রাচীণতম অনুমানিক ১০লক্ষ টাকা মূল্যের ৩টি রেন্টি গাছ সরকারী নিলামে ১লক্ষ ৪৯হাজার টাকায় বিক্রির ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র মুলাগুল বাজারে অবস্থিত এ প্রাচীনতম ৩টি রেন্টি গাছ সরকারী নিলামে বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল। স্থানীয় লোকজনদের বাধায় তা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার চুপিসারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ৩টি রেন্টি গাছ বিক্রি করার জন্য নিলাম আহ্বান করা হয়। নিলামে আসা অংশগ্রহণকারীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র মোটা অংকের অর্থের লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজ করে ফেলে। এ সময় সেখানে রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীদের পদচারণা ছিল। নিলামে সিন্ডিকেট চক্রের কাছে ১লক্ষ ৪৯হাজার টাকা দর সাব্যস্থ করে গাছ ৩টি বিক্রি করা হয়। স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দু’শ বছরের পুরোনো অত্যন্ত মূল্যবাণ এ ৩টি গাছ রেন্টি গাছের বাজার মূল্য হবে ১০/১২ লক্ষ টাকা। মুলাগুল বাজারের ব্যবসায়ীরা জানান এমনিতেই বাজারটি নদী ভাঙনে মারাত্মক ঝুঁকির মধ্যে গাছগুলি নিলামে বিক্রি করা হলে বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়া লোভাছড়া পাথর কোয়ারীর হাজার হাজার বারকি শ্রমিক কাজের ফাঁকে প্রশান্তি লাভ করতেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি সম্প্রতি কানাইঘাটে যোগদান করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিলামে ৩টি রেন্টি গাছ ১লক্ষ ৪৯হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
কানাইঘাটের সীমান্তবর্তী মুলাগুল বাজারে অবস্থিত দু'শ বছরের প্রাচীণতম অনুমানিক ১০লক্ষ টাকা মূল্যের ৩টি রেন্টি গাছ সরকারী নিলামে ১লক্ষ ৪৯হাজার টাকায় বিক্রির ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র মুলাগুল বাজারে অবস্থিত এ প্রাচীনতম ৩টি রেন্টি গাছ সরকারী নিলামে বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল। স্থানীয় লোকজনদের বাধায় তা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার চুপিসারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ৩টি রেন্টি গাছ বিক্রি করার জন্য নিলাম আহ্বান করা হয়। নিলামে আসা অংশগ্রহণকারীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র মোটা অংকের অর্থের লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজ করে ফেলে। এ সময় সেখানে রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীদের পদচারণা ছিল। নিলামে সিন্ডিকেট চক্রের কাছে ১লক্ষ ৪৯হাজার টাকা দর সাব্যস্থ করে গাছ ৩টি বিক্রি করা হয়। স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দু’শ বছরের পুরোনো অত্যন্ত মূল্যবাণ এ ৩টি গাছ রেন্টি গাছের বাজার মূল্য হবে ১০/১২ লক্ষ টাকা। মুলাগুল বাজারের ব্যবসায়ীরা জানান এমনিতেই বাজারটি নদী ভাঙনে মারাত্মক ঝুঁকির মধ্যে গাছগুলি নিলামে বিক্রি করা হলে বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়া লোভাছড়া পাথর কোয়ারীর হাজার হাজার বারকি শ্রমিক কাজের ফাঁকে প্রশান্তি লাভ করতেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি সম্প্রতি কানাইঘাটে যোগদান করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিলামে ৩টি রেন্টি গাছ ১লক্ষ ৪৯হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়