নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জালাল আহমদ জনি ও থানা ছাত্রদল নেতা আব্দুল বাসিত, কবির আহমদ, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, কাদির, শাব্বির ও জামায়াত নেতা কামাল উদ্দিনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় ট্রাক পোড়ানের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলের অবরোধ চলাকালে ৩ ডিসেম্বর ভোর রাতে দরবস্ত-কানাইঘাট সড়কের বিষ্ণুপুর (করচটি) এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাক আটকিয়ে অগ্নিসংযোগ করে। এতে গাড়ির চালকসহ ৩ আহত হন। এ ঘটনায় থানার এস আই শেখ মঈনুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ৪ ডিসেম্বর থানায় মামলা করেন। এদিকে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ এনে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়