জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ক্যাম্পাস ছেড়েছেন। ‘শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারের শিক্ষকদের আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশি পাহাড়ায় উপাচার্য বাসভবন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অধ্যাপক মো. আনোয়ার হোসেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) কামরুল আহসান মোল্লা ও সাভার সার্কেলের আশুলিয়া ও ধামরাই থানার এএসপি রাসেল শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে তিনি বাসভবন ত্যাগ করেন। উপাচার্য বাসভবন ছেড়ে দেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা অবস্থান কর্মসূচি তুলে নিয়ে উপাচার্যের বাসভবন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাপক পুলিশি পাহারায় শিক্ষকদের আন্দোলনের মুখে বাসভবন ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে তার সহধর্মিণী আয়েশা আক্তারও ছিলেন।এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান মোল্লা, সাভার সার্কেলের এএসপি রাসেল শেখসহ অতিরিক্ত পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থ্যতার কারণে উপাচার্য আরো পাঁচ দিন তিনি ছুটিতে থাকবেন বলে জানা গেছে ফলে উপাচার্য আনোয়ার হোসেন এখনই পদত্যাগ করছেন না । উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আফসার আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো । এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি”
এদিকে উপাচার্য আনোয়ার হোসেন অপসারিত বা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলরত শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান। ঐক্য ফোরামের সদস্য সচিব সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, উপাচার্যকে সড়িয়ে নেওয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি খুবই ইতিবাচক। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ঐক্য ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে এবং চলমান সর্বাতœক ধর্মঘট চলবে।
এর আগে গত বুধবার রাত সাড়ে ৮ টায় জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসায় দুটি ককটেল বিস্ফোারণের ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড় হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধানগেইট ভেঙে ফেলে ভেতরে ঢ়ুকে উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। এরপর আন্দোলনরত শিক্ষকেরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন। তবে উত্তেজিত শিক্ষার্থীরা গেইটের বাইরে উপাচার্য বিরোধী শ্লোগান দিতে থাকে। রাত ১১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যের পক্ষে মিছিল নিয়ে এল উপাচাযেৃর বাসভবনের সামনে উত্তেজন্ াছড়িয়ে পড়ে । পরিস্থিতি থমথমে হয়ে গেলে সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ উপস্থিত হয়। পরে আন্দোলনকারী শিক্ষকেরা রাত ১২ টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এরপর সরকারের উচ্চ পর্যায় থেকে ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে উপাচার্যকে উদ্ধার করতে নির্দেশ দেয়া হয়। রাত সোয়া ১ টায় ঢাকা জেলা প্রশাসক ইউসুফ আলী ও পুলিশ সুপার হাবিুবর রহমান এলে তারা শিক্ষকদের তোপের মুখে পড়েন। জেলা প্রশাসক জানান তারা উপাচার্যকে নিয়ে যেতে এসেছেন। এরপর জেলা প্রশাসক উপাচার্যকে তার সঙ্গে যেতে বললে উপাচার্য পরদিন সকাল যাবেন বলে জানান। অবশেষে বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়