Saturday, November 16

বড়লেখায় জাপার সদস্য সচিবের পদ থেকে রিয়াজকে অব্যাহতি

মৌলভীবাজার : বড়লেখা উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত আহমেদ রিয়াজকে অবশেষে জাতীয় পার্টির সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে। শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জাপা ও অঙ্গ সংগঠনের এক কর্মী সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠন পরিপন্থী কর্মকান্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাকে অব্যাহতি দেয়া হয়। উপজেলা জাপার সাবেক সাধারন সম্পাদক অনুকুল চন্দ্র দেবকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়। উপজেলা জাপা আহবায়ক এড. আফজল হোসেনের সভাপতিত্বে ও পৌর যুগ্ন আহবায়ক মীর মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জাপার আহবায়ক এড. মাহবুবুল আলম শামীম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জাপার অন্যতম নেতা সাইফুল ইসলাম, অনুকুল চন্দ্র দেব, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী রোকশানা বেগম, বর্নি ইউনিয়ন জাপার সভাপতি হাজী ছউর উদ্দিন, দাসেরবাজার সভাপতি নুর উদ্দিন, সুজানগর সভাপতি আমিনুল ইসলাম সিপার, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লুকমান আহমদ, উত্তর শাহবাজপুর সভাপতি সুরুজ আলী, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক ফরাস উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক  মো: রুয়েল কামাল প্রমূখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়