ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, চলমান রাজনৈতিক সমস্যা ও সাংবিধানিক সংকটের মূল নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।
আজ মঙ্গলবার ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ মুজিবের ফটোকপি মন্তব্য করে বলেন, স্বৈরাচার শেখ মুজিব যেমন পাঁচ মিনিটে বাকশাল কায়েম করেছিলেন ঠিক শেখ হাসিনাও সেই পন্থায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার সাথে লিয়াজো করে ক্ষমতার লোভে খায়রুল হক সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছেন। আর এ কারণেই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
ব্যারিস্টার রফিকুল বলেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়ার কারণেই আজ দেশের এ অবস্থা। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের কোটি কোটি মানুষ গণবিষ্ফোরণ ঘটিয়ে নিশ্চিত সরকার পতন ঘটাবে।---ডিনিউজ
আজ মঙ্গলবার ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ মুজিবের ফটোকপি মন্তব্য করে বলেন, স্বৈরাচার শেখ মুজিব যেমন পাঁচ মিনিটে বাকশাল কায়েম করেছিলেন ঠিক শেখ হাসিনাও সেই পন্থায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার সাথে লিয়াজো করে ক্ষমতার লোভে খায়রুল হক সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছেন। আর এ কারণেই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।
ব্যারিস্টার রফিকুল বলেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়ার কারণেই আজ দেশের এ অবস্থা। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের কোটি কোটি মানুষ গণবিষ্ফোরণ ঘটিয়ে নিশ্চিত সরকার পতন ঘটাবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়