Wednesday, November 6

পিলখানা হত্যা মামলায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছে বেবাদীদের আইনজীবীরা

ঢাকা: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদও দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকান্ড। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। গতকাল বিচারের মুখোমুখি করা হয় ৮৪৬ বিডিয়ার জওয়ানকে। রায়ে ১৫২ জনের ফাসি,১৬১ জনের যাবজ্জীবন কারাদন্ড,দশ বছরের কারাদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে ২৫৬ জন, ২৭৭ জন অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রায়টি নিয়ে সরকার এবং ভুক্তোভুগিদের পক্ষহতে সন্তোস প্রকাষ করা হলেও বিভিন্ন মহল হতে রায় নিয়ে প্রশ্ন তুলেছেন। গত কাল রাত সাড়ে ১০ টার বিবিসির সংবাদে এক জন নিরাপত্তা বিশ্লেষক বলেন, রায়ের কপি জনসুমুখ্খ্যে প্রকাশ না করায় এবং জুডিশিয়াল ম্যাজিজট্রি অনুযায়ি বিচার কার্য সমাধান না করায় রায়ের ব্যপারে জনগনের কাছে প্রশ্ন থেকে যায় । রায়ে সরকারের পক্ষ হতে সন্তোস প্রকাশ করা হলেও,বেবাদীদের আইনজীবী বিডিয়ায় বিদ্রোহের হত্যাকান্ডের রায়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে বলেন তারা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন তারা রায়ের বিরূদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।। আসামি পক্ষের একজন জানান সঠিক ভাবে তদন্তে সঠিক তথ্যের অভাবে তারা ন্যয়বিচার পাইনি ফলে তারা উচ্চ আদালতে যাবেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়