ঢাকা : শেয়ার বাজারের চাঙ্গাভাব ধরে রাখতে বিনিয়োগকারিদের সতর্কতার সঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী পি. চিদাম্বরাম। পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সুদের হার বাড়ানোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এ পদক্ষেপ কাজে আসবে। রুপির মান দেশের রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলায় বাড়তি বাণিজ্য ঘাটতি কমানোর উপরও জোর দেয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'বাজারের অবস্থা এখন বেশ ভালো। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে শেয়ার বাজার স্বাগত জানিয়েছে। কিন্তু আমি বিনিয়োগকারীদের একটু ভেবে বাজারে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। কারণ রুপির মান এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।'
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়