নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির কুড়ার পার গ্রাম থেকে ভারতীয় অফিসার্স ১৩ বোতল চয়েস মদ সহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, গত মঙ্গলবার রাত ৭টার দিকে কুড়ার পার গ্রামের মখরব আলীর পুত্র মাদক ব্যবসায়ী বিলাল আহমদ (৪২) একটি চটের বেগে করে মাদক বহন করে লাউয়া খালের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় কিছু লোকজন তাঁকে আটক করে বেগ তল্লাশী চালিয়ে মাদক দেখতে পান। পরবর্তীতে বিলালকে মদসহ স্থানীয় ইউপি সদস্যা হোসনা বেগমের বাড়ীতে নিয়ে আটক করে রেখে কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩বোতল মদ সহ বিলালকে গ্রেফতার করে। এ ব্যাপারে ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, কুড়ার পার গ্রামে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র মাদক বিক্রি করে আসছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়