Monday, November 4

রিয়াল ও বায়ার্ন জিতলেই নক আউট পর্বে

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে এখন পরবর্তী ধাপে উঠার দারুণ সুযোগ। প্রথম তিন ম্যাচের সবকটিতে জেতা এই দুটি দল মঙ্গলবার রাতে জিতলেই পরবর্তী রাউন্ডে উঠে যাবে। পরবর্তী ধাপে ওঠার দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত শতভাগ সফল অন্য দুই দল পিএসজি ও আতলেতিকো মাদ্রিদও। মঙ্গলবার ‘ডি’গ্রুপের খেলায় বায়ার্ন মিউনিখ খেলবে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনের মাঠে। দুই সপ্তাহ আগে নিজেদের মাঠে চেক দলটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। গ্রুপের আরেক শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির সামনেও থাকছে পরবর্তী ধাপে ওঠার সুযোগ। নিজেদের মাঠে রাশিয়ার দল সিএসকে মস্কোকে হারালেই সেরা ১৬তে উঠবে তারা। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬। মস্কো ও প্লজেনের পয়েন্ট ৩ ও ০। রিয়ালের সামনে অবশ্য কঠিন পরীক্ষা। দুই ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে কার্লো আনচেলত্তির দলকে জুভেন্টাসকে তাদেরই মাঠে হারাতে হবে।  প্রথম লেগে ঘরের মাঠে ইতালির সফলতম দলটিকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। অন্যদিকে পরবর্তী রাউন্ডে ওঠার পথ সুগম রাখতে রিয়ালকে হারাতেই হবে জুভেন্টাসকে। নয়তো কঠিন পরিসংখ্যানের মুখে পড়তে হবে তাদের। মঙ্গলবার গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি তুরস্কের গালাতাসারাই ও ডেনমার্কের এফসি কোপেনহেগেন। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার উপরে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা গালাতাসারাইয়ের পয়েন্ট ৪। জুভেন্টাস ও কোপেনহেগেনের পয়েন্ট ২ ও ১। সেরা ১৬’তে ওঠার লক্ষ্যে ‘সি’ গ্রুপে বেলজিয়ামের অ্যান্ডারলেখটের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পিএসজি। প্রথম লেগে বেলজিয়ানদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে গ্রিসের অলিম্পিয়াকোস এফসি ও পর্তুগালের বেনফিকা। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপটির শীর্ষে আছে পিএসজি। অলিম্পিয়াকোস ও বেনফিকার পয়েন্ট সমান চার। অ্যান্ডারলেখটের পয়েন্ট শূন্য। এ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার স্পেনে গিয়ে রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলে নক আউট পর্বে তাদের ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ডের ম্যান ইউ। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি জার্মানির বায়ার লেভারকুজেন ও ইউক্রেনের শাখতার দোনের। তাদের পয়েন্ট যথাক্রমে ৬ ও ৪। এখনো কোনো পয়েন্ট পায়নি সোসিয়েদাদ। মঙ্গলবার রাতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো। পরেরদিন রাতে হবে বাকি চারটি গ্রুপের খেলা। দুই ম্যাচ বাকি থাকতে টুর্নামেন্টের পরবর্তী ধাপ নিশ্চিত করার সুযোগ থাকছে বার্সেলোনার সামনেও। ‘এইচ’ গ্রুপে বুধবার ফিরতি লেগে এসি মিলানকে হারালেই লক্ষ্য অর্জন হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। বার্সার জন্য বাড়তি প্রেরণা- খেলাটি হবে তাদের মাঠ ক্যাম্প নউতে। মিলানের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। গ্রুপের আরেক খেলায় মুখোমুখি নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডম ও স্কটল্যান্ডের সেলটিক। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপটির শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানের দল মিলানের পয়েন্ট ৫। সেলটিক ও আয়াক্সের পয়েন্ট ৩ ও ১। বুধবারের 'এফ' গ্রুপে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনালের। আর্সেনালের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল জার্মানরা। অপর খেলায় ইতালির নাপোলি ঘরের মাঠে খেলবে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে। বরুসিয়া, আর্সেনাল ও নাপোলির পয়েন্ট সমান ৬। ‘জি’ গ্রুপে ফিরতি লেগে অস্ট্রিয়া ভিয়েনাকে নিজেদের মাঠে হারালেই পরবর্তী ধাপে উঠে যাবে আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ভিয়েনার মাঠে ৩-০ গোলে জিতেছিল স্পেনের ক্লাবটি। অপর ম্যাচে মুখোমুখি হবে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও পর্তুগালের পোর্তো। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আতলেতিকো। জেনিত, পোর্তো ও ভিয়েনার পয়েন্ট যথাক্রমে ৪, ৩ ও ১। এদিন আরো মুখোমুখি হবে 'ই’ গ্রুপের দুই ফেভারিট চেলসি ও শালকে। ফিরতি লেগের খেলাটি হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। প্রথম লেগে জার্মানির শালকেকে ৩-০ গোলে হারিয়েছিল চেলসি। গ্রুপের অপর খেলায় মুখোমুখি সুইজারল্যান্ডের বাসেল ও রোমানিয়ার স্টুয়া বুখারেস্ট। সমান দুটি করে ম্যাচ জেতা চেলসি ও শালকের পয়েন্ট ৬। বাসেল ও বুখারেস্টের পয়েন্ট ৪ ও ১।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়