Friday, November 1

না.গঞ্জে টিকেট না পেয়ে সংঘর্ষে পুলিশের গুলি, আহত ২০


নারায়ণগঞ্জ: ঘোষণা অনুযায়ী ইউসিবি ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি না করায় শুক্রবার সকালে শহরের চাষাঢ়া এলাকায় উত্তেজিত টিকিট সংগ্রহকারীরা কমপক্ষে ১৫ থেকে ২০টি যানবাহন ভাংচুর করে। এ সময় বাধা দিলে পুলিশের সাথে টিকিট সংগ্রহকারীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ও ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটে। সংঘর্ষে একজন পুলিশ সদস্য সহ কমপক্ষে ২০ আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শর্টগানের গুলি ছুড়েছে।
ভাংচুরের অভিযোগে এ সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আরেফিন, শাহাদাত, আমির হোসেন, জহিরুল, ওয়ালিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক, রিংকু ও ফজলে রাব্বি। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর থেকেই ক্রিকেটপ্রেমীরা তৃতীয় ওয়ানডে ক্রিকেট খেলার টিকিটের জন্য শহরের চাষাঢ়ায় ইউসিবিএল এর  নিচে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকের প্রহরীরা সকাল ৮টায় জানিয়ে দেন টিকিট বিক্রি হবে শনিবার। এ খবর পেয়ে লাইনে থাকা কয়েকশ’ মানুষ উত্তেজিত হয়ে পড়েন। তারা ইউসিবিএল এর নিচে বঙ্গবন্ধু সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা ব্যাংকের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এসময় তারা বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ করে দেন। বঙ্গবন্ধু সড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি চালিত অটো রিকশাসহ অন্তত ১৫-২০টি যানবাহন ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে। পরে সকাল ৯টায় পরিস্থিতি শান্ত হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভোর থেকে লোকজন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকে ইউসিবিএল এর নিচে। কিন্তু খেলার আগের দিন শনিবার টিকিট বিক্রি হবে
জানতে পেরে অপেক্ষমান টিকিট ক্রেতারা চাষাঢ়া এলাকায় যানবাহন ভাঙচুর শুরু করেন। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯ জনকে আটক করেছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়