নিজস্ব প্রতিবেদক:
নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিরোধী জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে বিএনপি ও সড়কের বাজার, গাছবাড়ী বাজারে মিছিল করেছে, জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আজ বাদ মাগরিব হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে বিএনপির মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অপরদিকে জামায়াতের গাছবাড়ী বাজারে হরতালের সমর্থনে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জামায়াত নেতা ডাঃ রকিব আহমদ, লোকমান আহমদ, শিবির নেতা শামীম আহমদ, গিয়াস উদ্দিন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়