Wednesday, November 6

কানাইঘাটে শীতকালীন সবজি চাষ শুরু

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আগাম শীতের সবজি চাষের ধুম পড়েছে। শীতকালীন সবজি চাষে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন এখানকার অনেক কৃষক। উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা আগাম শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মুলা লাউ ,লাল শাক,পালং শাক,শষা চাষ  করেছেন। এর মধ্যে অনেকে বাজারে শষা বিক্রিও শুরু করেছেন। তারা দামও ভালো পাচ্ছেন। এখানকার সবজিগুলো উপজেলার বিভিন্ন হাটবাজার ছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার,বিয়ানীবাজার,জকিগঞ্জ,কোম্পানীগঞ্জ,জৈন্তা,গোয়াইনঘাট,এলাকাসহ আরো কয়েকটি উপজেলায় বিক্রি হয়। সবজি চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন অনেকে। কানাইঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৩৩শ হেক্টর জমিতে আগাম সবজি চাষ শুরু  হয়েছে। তারা আগাম সবজি চাষ করে তাদের অবস্থার পরিবর্তন করছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়