Saturday, November 2

আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে : স্পীকার


কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে  ৫ম জাতীয় স্কাউট অ্যাগোনরির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারী ও বিরোধী দলের মধ্যে আলোচনার কথা হচ্ছে, এ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।
অনুষ্ঠানে এনডিসির সভাপতি ও সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব  সুরাইয়া বেগমের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। দুপুর ১২ টার দিকে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের পর পিএইচটি সেন্টার দৃষ্টি প্রতিবন্ধী দলের কোরআন  তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভাপতি অধ্যাপিকা নাজমা শামস।
এ স্কাউট অ্যাগোনরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮৫টি সংস্থা অংশ গ্রহন করেছে। পহেলা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী চলবে এ অ্যাগোনরি। ৫ দিন ব্যপি এ অ্যাগোনরিতে ৬ ধরনের চ্যালেন্স ও ৩ ধরনের খেলায় অংশ গ্রহন করবেন প্রতিটি সংস্থা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সুইট বাংলাদেশ সংস্থা দেশের গানের সাথে নৃত্যে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে স্পীকার সবগুলো ক্যাম্প পরিদর্শন করেন। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়