Saturday, November 30

মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে কানাইঘাটে বিরোধী জোটের ব্যাপক শোডাউন

নিজস্ব প্রতিবেদক:
 কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার গ্রেফতার নির্যাতন ও নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে কানাইঘাট পৌরশহরে শোডাউন করেছে ১৮ দলীয় ঐক্যজোট। অবরোধের সমর্থনে আজ শনিবার বিকেল ২টায় ডাক বাংলা মাঠে সমাবেশ করে বাদ আসর শহরে হাজারো জোটের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরিফুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোটের উপজেলা শাখার আহ্বায়ক কানাইঘাট ও জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী মামুনুর রশীদ মামুন। বক্তব্য রাখেন জোটের সচীব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান, থানা বিএনপির সহ সভাপতি ডাক্তার আবু শহিদ, সাবেক চেয়ারম্যান হাজী হামিদুল হক, সাবেক চেয়ারম্যান শমশের আলম, মুখলিসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মুফতি এহসান উল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এবাদুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, খেলাফত নেতা শিব্বির আহমদ, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, মাওলানা আজির উদ্দিন, বিএনপি নেতা ডাক্তার আবু শহিদ, মুহাম্মাদ আলী, আব্দুন নূর, আব্দুল খালিক মোস্তফা, কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, নজরুল ইসলাম, রফিক আহমদ মেম্বার, কুতুব উদ্দিন মেম্বার, রাজ্জাক মেম্বার, ইসলাম উদ্দিন মেম্বার, আব্দুল মালিক চৌধুরী মেম্বার, আব্দুর রহমান, মুখলিসুর রহমান, আলমাস উদ্দিন চৌধুরী মেম্বার, উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আ‎হ্বায়ক মামুন রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, ফারুক আহমদ, মুহাম্মাদ আলী, মিসবাউর রহমান, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি রাশিদুল হাসান টিটু, খসরুজ্জামান পারভেজ, রুহুল আমিন, আমিনুল ইসলাম, দেলোয়ার, আব্দুল বাসিত, কবির আহমদ, শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া, উলামা দলের সভাপতি মাওলানা কুদরত উল্লাহ, ছাত্র জমিয়তের সভাপতি হাফিয রিয়াজ উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা দেশকে বাকশালে পরিণত করার জন্য বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা হামলা করে এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু বাংলার জনগণ যেকোন মূল্যে ভোটার বিহীন সাজানো পাতানো নির্বাচন প্রতিহত করবে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়