Saturday, November 16

ঠাকুরগাওয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঠাকুরগাও : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনঃ বহাল ও আটক কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবীতে ১৮ দলের বিক্ষোভ ও সমাবেশকরেছে ঠাকুরগাঁও জেলা ১৮ দলীয় জোট।
শনিবার বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে।
পরে সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি নূর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, আনসারুল হক, সাংগঠিন সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলাদলের আহ্বায়ক ফুরাতুন নেছা, যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, শ্রমিক নেতা শাহাদৎ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু প্রমুখ।
এদিকে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্দ্যেগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পযার্য়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয় রেজওয়ানুল হক এর গোদি থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ এর নেতৃত্বে মিছিলে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র রাজিউর রহমান রাজু, সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা, জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর আবুল কাশিম ,উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোস্তাফা আলম, রণজিৎ কুমার রায় সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা অংশ নেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়