Monday, November 4

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শত টাকা

ঢাকা : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০শত টাকা করার প্রস্তাব দিয়েছে সরকার গঠিত মজুরি বোর্ড। সোমবার মজুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

সোমবার মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে নবম সভায় এ প্রস্তাব চূড়ান্ত করা হয়।

তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালিকপক্ষ বলে জানা গেছে। এ প্রস্তাবে আপত্তি জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান। আর এ প্রস্তাবের বিষয়ে ভোটদানেও বিরত থাকেন তারা।

ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চার জনের সমর্থন পাওয়ায় ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব বোর্ড চূড়ান্ত করেছে বলে বোর্ডের চেয়ারম্যান এ কে রায় জানান।

শ্রমিকরা এর আগে আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে আসছিল। বোর্ডের সভায় শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ৫৩০০ টাকার প্রস্তাবের পক্ষেই ভোট দেন।

গত বৃহস্পতিবার বোর্ডের অষ্টম সভায় মালিকপক্ষ ৪ হাজার ২৫০ টাকা প্রস্তাব করলেও শ্রমিকপক্ষের বিরোধিতায় রোববার আবারো বসে সভা।

আজ সকালে রাজধানীর তোপখানা রোডে মজুরি বোর্ডের কার্যালয় ঘেরাও করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের বিক্ষোভের মধ্যেই এ বৈঠক চলে।

বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন পর্যবেক্ষক হিসেবে এই সভায় উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়