ঢাকা : সম্প্রতি ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ক্ষতিগ্রস্থ ফিলিপাইনে চলছে শোকের মাতম। সেখানকার নাগরিকদের জন্য ত্রাণ সরবরাহের গতি বাড়াতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো একুইনো। এরপর হাইয়ান আঘাত এনেছে ভিয়েতনামে। এক বিবৃতিতে তিনি এ ঘোষাণা দেন বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি অনলাইন। তিনি বলেন, ঘূর্ণিঝড় হাইয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লেইতি ও সামার প্রদেশ ব্যাপক ধ্বংসলীলা ও প্রাণহানির কবলে পড়েছে। এ দুটি প্রদেশের হাজার হাজার দুর্গত মানুষ ঘূর্ণিঝড়ের চারদিন পরও ত্রাণের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। দ্রুত ত্রাণ সরবরাহে সহায়তা করতে ফিলিপাইনে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ফিলিপাইন উপকূলে পৌঁছবে বলে জানিয়েছে পেন্টাগন। রণতরীটিতে ৫ হাজার নাবিক ও ৮০টিরও বেশি বিমানপোত আছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি নৌজাহাজ ফিলিপাইন অভিমুখে যাত্রা করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাজ্যও সমুদ্রের পানি থেকে পানের উপযোগী পানি তৈরি করার মতো এমন কিছু যন্ত্রপাতিসহ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং সামরিক পরিবহন বিমান ফিলিপাইনে পাঠাচ্ছে। এ সমস্ত যুদ্ধজাহাজ দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণে গতি সঞ্চার করবে। এছাড়া আহত হয়ে বেঁচে যাওয়া আরো অনেককে উদ্ধার করাও সম্ভব হবে। এ যাবৎকালের অন্যতম সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে মৃতের সংখ্যা নিয়ে এখনও নির্দিস্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে কারো কারো ধারণা, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। সবেচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে লেইতি প্রদেশের প্রধান শহর ট্যাকলোবান অন্যতম। ট্যাকলোবান থেকে বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, শহরটিতে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা এখনো পুরো উদ্যমে শুরু করা যায়নি। দুর্যোত মানুষের অনেকেই এখনো ত্রাণহীন। তবে আগামী কয়েকদিনের মধ্যেই ত্রাণ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে ধারণা করছেন তিনি। ঘন্টায় ১শ’ ৭৫ মাইল বেগের ঝড়ো হাওয়া ও ৪৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাস্তাঘাট ও বিমানবন্দর বিধ্বস্ত হওয়ায় দুর্যতদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে। এসব দূর্গত মানুষকে মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘ ব্যাপক-ভিত্তিক একটি মানবিক সহায়তা পরিকল্পনা পেশ করবে বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব বান কি মুন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়