Tuesday, November 12

ফুলবাড়ীতে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে ৩ টি বগি ক্ষতিগ্রস্থ ॥ আহত ৫০

দিনাজপুর : ১২ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী রেলষ্টেশনে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে শত শত যাত্রীর প্রাণ বাঁচলে আহত হয়েছে প্রায় ৫০ জন। এতে ৩ টি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৬ ঘন্টা ট্রেন চলা চল বন্ধ থাকার পর ৯.১৫ মিঃ ট্রেন চলাচল  শুরু হয়। এই ঘটনায় রেলের বিভাগীয় ও আঞ্চলিক এবং জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ৩ টি তদন্ত কমিটি  গঠন হয়েছে।  দায়িত্ব অবহেলার কারনে ফুলবাড়ী ষ্টেশন মাষ্টার আব্দুল হামিদ, একতা ট্রেনের আব্দুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম ও গার্ড আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন রেলের পশ্চিমাঞ্চলের জিএম ফেরদৌস আলম ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন এবং পাকশী ডিভিশন এবং জেলা প্রশাসকের উদ্যোগে পৃথক পৃথক তিনটি তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। 

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে আহবায়ক করে  বিভাগীয় তদন্ত  কমিটি হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন বিভাগীয় প্রধান প্রকৌশলী (যন্ত্র) দুলাল কুমার রায়, বিভাগীয় প্রধান সংকেত টেলিকমিনেকেশন আবুল কালাম  পড়ঢ়ং ,প্রধান পরিবহন (পরিচালন) মোঃ মোশারফ হোসেন্।

পাকশী ডিভিশন(২) এর বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজীকে আহবায়ক করে ৫ সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস , বিভাগীয় সংকেত টেলিকমিনেকেশন মিজানুর রহমান, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী  রফিকুল ইসলাম ও বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক দিনাজপুরের এডিএম রায়হান উদ্দীন আহম্মদকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে। অন্যান্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী।

প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টায়  ফুলবাড়ী রেলষ্ট্রেশনের ১ নং প্লাটফরমের ১ নং লাইনে ৭ ঘন্টা বিলম্বে আসা সৈয়দপুর থেকে খুলনা গামী ৭৪৮ নং আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেক্স দাড়িয়ে ছিল । ওই সময় ওই লাইনে ঢুকে পড়ে ঢাকা থেকে দিনাজপুরগামী ৭০৫ আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেনটি। এতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ষ্টেশনে দাড়িয়ে থাকা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন সংলগ্ন একটি বগি দুমড়ে মুচড়ে লাইনচুত হয়ে উল্টে পড়ে। অপরদিকে একতা এক্সপ্রেস ট্রেনটির ২টি বগি দুমড়ে মুচড়ে যায়। গভীর রাতে বিকট শব্দে দু’টি ট্রেনের সংঘর্ষ ঘটায় এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। পরে অবস্থা বুঝতে পেরে সবাই ষ্টেশনের দিকে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে খবরটি ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে পৌছালে দ্রুত এসে তারাও উদ্ধার কাজ শুরু করে। এ সময় উদ্ধারকৃত আহতদের ফুলবাড়ী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ খায়রুল বাশার জানান, ঘটনার পর থেকে হাসপাতালে আহত ১২জন ভর্তি হলেও আরো ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ভর্তিকৃত ১২ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, কামরুল হাসান (২৮), বাবলু (৩০), নুর ইসলাম (৫৭), আলহাজ্ব লুৎফর রহমান (৫৫), রাজু (২৫), কবিরুল (২৪), জিয়ারুল (৩০), মেহেরাব (৩৫), আনোয়ার (৫২), ইউনুস (৫৫), আমজাদ (৫০), আব্দুল মান্নান (৩৮)। এদের মধ্যে আমজাদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক আহত ব্যক্তি নিজ উদ্যোগে দিনাজপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

দূর্ঘটনার সময় ষ্টেশনে কর্মরত ছিলেন ষ্টেশন মাষ্টার আঃ হামিদ এবং লাইন ক্লিয়ার দেয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন পয়েন্টসম্যান ইউনুছ। ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক রয়েছে। ভোর ৬টায় পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। দিনাজপুরের জেলা প্রশাসক আহম্মদ শামীশ আল রাজী, ফুলবাড়ীস্থ ৪০ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল কবির, জেলা পুলিশ সুপার সরোয়ার মোর্শেদ শামীম, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রেলের পশ্চিমাঞ্চলের জিএম ফেরদৌস আলম এ্ রিপোর্ট লেখা পযন্ত ঘটনাস্থলে রয়েছেন। তিনি  দায়িত্ব অবহেলার কারনে স্থানীয় ষ্টেশন মাষ্টার আব্দুল হামিদ, একতা ট্রেনের আব্দুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম ও গার্ড আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়