বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্তের বড়আঁচড়া জিরো পয়েন্ট এলাকার একটি আমবাগান থেকে শনিবার বিকালে শিবু ঘোষ (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মৃত দুলাল ঘোষের ছেলে।
এলাকাবাসী জানান, শিবু ঘোষ দীর্ঘদিন যাবত বিজিবি সদস্যদের বিভিন্ন ক্যাম্পের(পোস্টের) খানা (ভাত) আনা নেওয়া করতো। শনিবার বিকেলে বড়আঁচড়া সীমান্তের জিরো পয়েন্ট এলাকা, মুচি বাড়ি বিজিবি পোস্টের পাশে সাহেব আলীর আম বাগানে একটি গাছে তার লাশ ঝুলতে দেখা যায়। এ সময় থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহত শিবু ঘোষের স্ত্রী রত্মা রানী জানান, তার স্বামী আত্মহত্যা করতে পারে না। ২ ছেলে ও ১ মেয়ে সন্তান নিয়ে তাদের খুব সুখের সংসার ছিল।
বেনাপোল পোর্ট থানার এস আই আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবেই ধারণা করা হয়েছিল এটি আত্মহত্যা। পরে এলাকাবাসি জানায় লোকটা মানসিক ভারসাম্যহীন ছিল। বিষয়টি আত্মহত্যা ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় লাশের ময়না তদন্ত করা হয়নি। মানবিক কারণে নিহতের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করে দেওয়া হয়েছে।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়