Saturday, November 16

কানাইঘাটে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ
 সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন সরকার দরিদ্র জনগোষ্ঠীর আর্ত্মসামাজিক উন্নয়নে বিভিন্ন যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে সভার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হলে রাজনৈতিক স্মৃতিশীলতা শান্তি, সম্প্রীতির প্রয়োজন। জেলা প্রশাসক শহিদুল ইসলাম গত শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তন হলে ২০১২ সালে কানাইঘাটে বন্যায় গৃহ হারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুস্তাফিজুর রহমান, কানাইঘাট থানার ওসি (তদন্ত) বজলার রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, জালাল আহমদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, নাছির উদ্দিন প্রদান, খলিলুর রহমান,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সেলিম চৌধুরী, তমিজ উদ্দিন মেম্বার, আবুল হোসেন মেম্বার প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম বন্যায় গৃহ হারা তিগ্রস্ত ১৬৭ টি পরিবারের মধ্যে ২বান করে ঢেউটিন এবং নগদ ৬হাজার টাকা করে বিতরণ করেন। ঢেউটিন ও নগদ টাকা ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধ করতে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের বিরাট অবদান রয়েছে বলে জেলা প্রশাসক জানান।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়