ঢাকা: বেকার যুবকদের জন্য গৃহীত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতা, রাজনৈতিক অনিয়ম ও দুর্নীতিকে চিহ্নিত করেছে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একটি রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে এ প্রকল্পের যাত্রা শুরু হলেও প্রকল্পটি বাস্তবায়নে রাজনৈতিক হস্তেেপর কারণে কাঙ্খিত সাফল্য অর্জিত হয়নি। পরবর্তী পর্যায়ে এ প্রকল্প চলমান থাকলে তা রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারম্যান ও তত্তা¡বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সুলতানা কামাল, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের প্রমুখ।=--ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়