Tuesday, November 12

কানাইঘাটে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক:
 নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে দেশ ব্যাপী ১৮দলীয় জোটের ডাকে টানা ৮৪ঘন্টার হরতালের তৃতীয় দিন কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট পৌর শহরসহ গাছবাড়ী বাজার, সড়কের বাজার, বুরহান উদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানে বেলা ১২টা পর্যন্ত পিকেটিং করে। হরতালের সমর্থনে দুপুর ১২টায় কানাইঘাট পৌর শহরে মামুন গ্রুপ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এক পর্যায়ে হরতালকারীরা কানাইঘাট উত্তর বাজারে একটি লেগুনা গাড়ীর গ্লাস ভাংচুর করে। অপরদিকে হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টায় পৌর শহরে একটি মিছিল বের করে। হরতালের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ পৌর শহর ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে হালকা যানবাহন চলাচল করলেও বারী যানবাহন চলাচল বন্ধ ছিল, অফিস পাড়া, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়