Thursday, November 7

বিএনপির সমাবেশ শুরু

ঢাকা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপি’র সভাপতি সাদেক হোসেন খোকা।

নগরীর বিভিন্ন অঞ্চল থেকে মিছিল সহযোগে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মিলিত হচ্ছেন।

সমাবেশ মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর, বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা শহিদউদ্দীন চৌধুরী এ্যানী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও প্রোজেক্টারের মাধ্যমে নেতাকর্মীদের দেখানো হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়