ঢাকা : মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে সাভারের আশুলিয়ায় ফের উত্তপ্ত। শ্রমিক অসন্তোষের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বগাবাড়ি, ঘোষবাগ, জিরাবো, শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে শিমুলতলা এলাকার আনোয়ার সিএনজি স্টেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে এ সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। এর আগে গত রোববার ও সোমবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হন।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়