Tuesday, November 12

চোখ ঝলমলে লেজার শো হাতির ঝিলে

ঢাকা : বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট অর্জনের মাইলফলক হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিলে উৎসবের আয়োজন করা হয়েছে। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ উদযাপনও একইসঙ্গে উদযাপন করা হবে। উপলক্ষে হাতিরঝিলে এক বর্ণাঢ্য আলোক উৎসবের আয়োজন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোক উৎসব এবং বিদ্যুৎ সপ্তাহ ২০১৩ এর শুভ উদ্বোধন করবেন।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বিকেলে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে 'জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৩, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট এবং আলোক উৎসব উদযাপনব' উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম। উপস্থিত ছিলেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ বিদ্যুৎ বিভাগ এবং তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়