কিশোরগঞ্জ : সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, নির্দলীয় অথবা সর্বদলীয় যাই হোক নির্বাচনকালীন সরকার প্রধান প্রশ্নে শেখ হাসিনাকে ছাড় দেয়া উচিত।
শুক্রবার বিকেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া গ্রামে জামিলা খাতুন ট্রাস্ট আয়োজিত একটি বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বরেন।
রফিক উল হক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ছাড় দিয়েছেন। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও এগিয়ে এসেছেন। এখন দুজনকেই দেশ ও জাতির স্বার্থে আর একটু ছাড় দেয়া উচিত। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ছাড় দেয়া উচিত।”
তিনি বলেন, “মানুষের সেবা করা খোদার সেবা করার শামিল। এজন্য সমাজের অসহায়, বৃদ্ধ ও দুঃস্থ মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ব্যারিস্টার রফিক উল হক।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রসাশক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পাকুন্দিয়ার পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন, ট্রাস্টের চেয়ারম্যান সানজিদা রহমান প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, শ্রমিক নেত্রী জান্নাতুল ফেরদৌসী, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্ মনসুরুল হক ও হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিজা বেগম।--ডিনিউজ
শুক্রবার বিকেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া গ্রামে জামিলা খাতুন ট্রাস্ট আয়োজিত একটি বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বরেন।
রফিক উল হক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ছাড় দিয়েছেন। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও এগিয়ে এসেছেন। এখন দুজনকেই দেশ ও জাতির স্বার্থে আর একটু ছাড় দেয়া উচিত। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ছাড় দেয়া উচিত।”
তিনি বলেন, “মানুষের সেবা করা খোদার সেবা করার শামিল। এজন্য সমাজের অসহায়, বৃদ্ধ ও দুঃস্থ মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ব্যারিস্টার রফিক উল হক।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রসাশক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পাকুন্দিয়ার পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন, ট্রাস্টের চেয়ারম্যান সানজিদা রহমান প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, শ্রমিক নেত্রী জান্নাতুল ফেরদৌসী, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্ মনসুরুল হক ও হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিজা বেগম।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়