Tuesday, November 12

ভোলার চরফ্যাশনে দুটি পৃথক দূর্ঘটনায় নিহত ১, আহত ৮ ও নিখোঁজ ৫ শিশু

ভোলা : ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীতে মাছ ধরা ট্রলারকে যাত্রীবাহী ট্রলার ধাক্কা দেয়ায় মাছধরা ট্রলারটি ডুবে গেছে। এতে ৫  শিশু জেলে  নিখোঁজ রয়েছে। এবং আহত হয়েছে ৬ শিশু। সোমবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানিয়েছেন, ভোলার চরফ্যাশনের নুরাবাদের ভারানী ঘাট থেকে মুজিবনগরের বোয়ালখালী নৌ-রুটে যাতায়াতকারী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে তেতুলিয়া নদীতে মাছ ধরা ৩টি ছোট ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১১ শিশু জেলে নদীতে পড়ে যায়। এসময় ৬  শিশু জেলেকে আহতাবস্থায় অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এতে এখনো নিখোঁজ রয়েছে ৫ জেলে শিশু। আহত ও নিখোঁজ শিশুদের বাড়ি নুরাবাদের হাজির হাট ও মুজিবনগরের বোয়ালখালী এলাকায় বলে জানা গেছে। 
ভারানী ঘাটের জেলে জসিম উদ্দিন জানায়, অন্য  ট্রলারের সাহায্যে নিখোঁজ শিশুদের সন্ধানে অভিভাবকরা সহ দূর্ঘটনাস্থল ও এর আশ পাশে নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ  ম. এনামুল হকের সাথে কথা বললে তিনি জানান, থানা থেকে তেতুলিয়া নদীর দূর্ঘটনাস্থল ১৫/২০কিলোমিটার দুরে হওয়ায় সংবাদটি তার কাছে এখনো পৌঁছেনি। খোঁজ খবর নিয়ে তিনি বিষয়টি জানবেন।
পৃথক আরাকটি ঘটনাতে ১ জন নিহত ও একজন আহত হয়েছে। ভোলার চরফ্যাশন-দক্ষিন আইচা সড়কের শশীভূষন থানার সামনে আজ
সোমবার রাত সাড়ে ৭টায় টাটা মাইক্রো’র সাথে মোটর সাইকেলের মুখোমুখি 
সংঘর্ষে ১জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম শাহীন(১৯) পুলিশ লাশটি উদ্ধার করেছে। গুরুতর আহতাবস্থায় ২জনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপতালে ভর্তি করেছে। নিহত শাহীন আছলামপুরের ৫নং ওয়ার্ডের কবির হাওলাদারের ছেলে  বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
নিহত শাহীনের পরিবার জানায়, শাহীন সহ আহতরা দক্ষিন আইচায় বিকালে ঘুরতে গিয়েছিল।  রাত সাড়ে ৭টায় শশীভূষন থানার সামনে টাটার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন নিহত হয়।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়