Thursday, November 7

ফুলবাড়ী পিডিবি’র আবাসিক প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকি


ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পিডিবি’র আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকুরীচ্যুত করার জের ধরে ঐ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবাসিক প্রকৌশলী এ,কে,এম মহিউদ্দিন ফুলবাড়ী থানা একটি জিডি দায়ের করেছেন। 
এদিকে হুমকি দাতারা স্থায়ী বাসিন্দা হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। 
ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী এ,কে,এম মহিউদ্দিন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মিটার রিডার পদে কর্মরত পিচ কর্মচারী (অস্থায়ী কর্মচারী) রিপন, আসাদ ও তানজির দীর্ঘদিন থেকে অনিয়ম দুর্নীতি করে আসছে। তারা মিটার পরিদর্শনের নামে বিদ্যুৎ গ্রাহকদের জিম্মি করে উৎকোচ গ্রহণ করতো। উৎকোচের বিনিময় গ্রাহকদের বিদ্যুৎ বিল কম বেশি করতো। আবার কখনও কখনও সরকারি সীল মারা বিদ্যুৎ মিটার অবৈধভাবে ফাটিয়ে সরকারের হাজার হাজার ইউনিট ধ্বংস করতো। এতে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি সাধন করেছে ওই ৩ জন অস্থায়ী মিটার রিডার। এ ঘটনা জানতে পেরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর রংপুর জোনের বিতারণ বিভাগের প্রধান প্রকৌশলী সরেজমিনে ঘটনা পরিদর্শন করে তাদের অনিয়ম দুর্নীতি হাতে নাতে প্রমাণ পায় এবং তাদেরকে চাকুরীচ্যুত করার নির্দেশ দেয়। প্রধান প্রকৌশলীর নির্দেশ মোতাবেক গত ৩১/১০/২০১৩ ইং তারিখে তাদেরকে চাকুরীচ্যুত করে অব্যাহতি দেয়া হয়। এ ঘটনার পর থেকে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে গত চলতি মাসের ৪ তারিখে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ০১৭৪২৭০৩৫২৯ নম্বর মোবাইল ফোন থেকে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। যার জিডি নং-১৪৯। 
এদিকে হুমকি দাতারা স্থায়ী বাসিন্দা ও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে কথা বলার জন্য ওই মিটার রিডারদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদেরকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়