Tuesday, November 12

বাংলাদেশিসহ ১৭ হাজার অবৈধ আত্মসমর্পণ করেছে রিয়াদে

ঢাকা : বাংলাদেশি নাগরিকসহ প্রায় ১৭হাজার বিদেশি নাগরিক রিয়াদ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করে। এদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

রিয়াদ পুলিশের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল নাসির বিন সাঈদ আল-কাহ্তানি বলেন- আমরা খুব শীগগিরই তাদের কাগজপত্র যাচাই করে দেশে পাঠানোর ব্যবসস্থা করছি। 
উল্লেখ্য, গত শনিবার ম্যানফৌহা তে দাঙ্গার পর  পুলিশের পক্ষ থেকে আইন ভঙ্গকারীদের আত্মসমর্পণের জন্য বলা হয়, যারা আত্মসমর্পণ করবে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পুলিশের পক্ষ থেকে অবৈধদের জন্য কিং আবদুল আজিজ রোডে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আত্মসমর্পণকারীদের মধ্যে বেশির ভাগই ইথিওপিয়ান, তারা পরিবারসহ আত্মসমর্পণ করেছে। গত শনিবারে রিয়াদে পুলিশি অভিযানের সময় হাতাহাতির ফলে এক জন সৌদি নাগরিক সহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় ৬৮ জন, এদের মধ্যে ২৮ জন সৌদি নাগরিক। এদের মধ্যে আনুমানিক ৫০জন কে আল-ইমান এবং প্রিন্স সালমান হাসপাতালে ভর্তি করা হয়। অভিযানের সময় পুলিশ ৫৬১জন কে আটক করে। সংঘর্ষের সময় অবৈধ অভিবাসীরা স্থানীয় নাগরিকদের পাথর ছুড়ে আহত করে। এ সময় তারা ১০৪টি গাড়ি ভাংচুর করে এবং আশেপাশের দোকানগুলোতে লুটপাট চালায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়