Tuesday, November 5

১৫ নভেম্বর পবিত্র আশুরা

ঢাকা : আগামী ১৫ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে। সোমবার মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার থেকে আরবি মহররম মাস শুরু হবে। সূচনা হবে হিজরি নববর্ষের। আজ জিলহজ মাসের শেষ দিন। 

সোমবার ইসলামিক ফাউন্ডশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে প্রধান তথ্য কর্মকতা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশেেনর মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য প্রফেসর সিরাজউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। আশুরা সম্পর্কে মাওলানা মজিবুর রহমান হামেদী বলেন, ১০ মহররম আশুরার সাথে ইসলামের অনেক কিছুই জড়িত। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে অনেক ঘটনাই মহররমকে কেন্দ্র করে আবর্তিত। ১০ মহররম হযরত ইমাম হোসাইন (রঃ) শাহাদাৎ বরন করেন। একারনে এই দিবসের তাৎপর্য সমধিক এবং এইদনটি বিশেষ গুরুত্বের সঙ্গে  মুসলিম বিশ্বে পালিত হয়ে থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়