Wednesday, November 6

সিপিবি-বাসদ জনসভার অনুমতি পায়নি


ঢাকা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা। জনসভার করার অনুমতি দেয় নি পুলিশ প্রশাসন। টালবাহানা করছে বলে দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জনসভার অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সিপিবি-বাসদ।

আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে এ নিন্দ্রা করেন- সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। জনসভার অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান। একই সঙ্গে তারা বলেন, পুলিশ প্রশাসন টালবাহানা করছে।

বিবৃতিতে নেতারা বলেন, সিপিবি-বাসদ এর আগে গত ২৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি। অথচ একই স্থানে ১৮ দলীয় জোটকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়