কানাইঘাটের সড়কের বাজারে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ২৫ জনের মত আহত, ৩ টি মটর সাইকেলে অগ্নিসংযোগ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে অবরোধের সমর্থনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সড়কের বাজারে মিছিল করে প্রতিবাদ সভা করছিল। এসময় কে বা কারা সভা লক্ষ করে বেশ কয়েকটি ঢিল নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা এজন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করে বাজারে মিছিল বের করে দু’টি বাস একটি লেগুনা একটি সিএনজি (ফোর স্ট্রোক) ভাংচুর ৩ টি মটর সাইকেলে অগ্নিসংযোগ করলে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পরে অন্ততঃ ২৫ নেতাকর্মী আহত হন। ৪/৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় সড়কের বাজারে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়্যাল চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪/৫ রাউন্ড টিয়ারশেল ও কাদানো গ্যাস নিক্ষেপ করে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাজারে অবস্থান করছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা দক্ষিণ বাজারে এবং আওয়ামীলীগের নেতা কর্মীরা পূর্ব বাজারে অবস্থান করে পাল্টাপাল্টি শ্লোগান দিচ্ছে। এ ব্যাপারে থানার ওসি আব্দুল আউয়্যাল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে জানান, আমি ঘটনাস্থলে আছি, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য যে, সম্প্রতি সড়কের বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সরকারী ও বিরুধী দলের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে থানায় বেশ কয়েকটি মামলাও হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়