Wednesday, November 13

ফিলিপাইনে চালের গুদামে হামলা, নিহত ৮

ঢাকা : হাইয়ান ঘূর্ণিজড় কবলিত ফিলিপাইনের ট্যাকলোবান শহরে নিকটবর্তী একটি ছোট শহরে একটি সরকারি চালের গুদামে হামলা চালিয়েছে সেখানকার দূর্গত ক্ষুধার্ত লোকজন। এ সময় গুদামের একটি দেয়াল ধসে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার ট্যাকলোবান থেকে ১৭ কিমি দূরে আলানগ্যালাঙ শহরে এ ঘটনা ঘটে বলে বুধবার ফিলিপিনো কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ডন। সরকারি রাইস ট্রেডিং এজেন্সি ন্যাশনাল ফুড অথরিটির মুখপাত্র রেক্স এস্তোপেরেজ বলেন, “আমাদের গুদামের একটি দেয়াল ধসে পড়ে, এতে চাপা পড়া আটজন লোক ঘটনাস্থলেই নিহত হন।”
ঘটনার সময় পুলিশ ও সেনা সদস্যরা সরকারি ওই গুদাম পাহারা দিয়ে রেখেছিল। কিন্তু লোকজনের ভীড়ের চাপে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। গুদামটি থেকে এক লাখেরও বেশি চালের বস্তা লুঠ হয়েছে বলে জানিয়েছেন এস্তোপেরেজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়