ঢাকা: নির্বাচন কমিশনার বি. জে (অব.) জাবেদ আলী বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত নতুন ভোটার হওয়া যাবে। তবে নির্বাচন প্রস্তুতির জন্য ভোটার তালিকায় স্থানান্তর আজ থেকে বন্ধ থাকবে। তিনি বলেন, এখনও যারা ভোটার হতে পারেননি, তফসিল ঘোষণা পর্যন্ত তারা নিজ এলাকার নির্বাচন অফিসে গিয়ে ভোটার ফরম পূরণ করে ভোটার হতে পারবেন।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। ইসি বলেন, ভোটার তালিকা ছাপা হয়ে বিভিন্ন এলাকায় পাঠানোর কারণে আপাতত ঠিকানা স্থানান্তরের ঝামেলা করছি না। জামায়াতের নিবন্ধন বাতিলের ব্যাপারে তিনি বলেন, হাইকোর্টের রায়ের কপি পেলে আমরা যা যা করতে হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেব।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়