Saturday, November 16

কানাইঘাটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কানাইঘাটে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শনিবার বিকাল ৩টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং  উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুকআহমদ ও জেলা ছাত্রদল নেতা আবুল বাশারের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরীফুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, বাহার উদ্দিন, ফজলুর রহমান, জাহিদ আহমদ, পৌর শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, জালাল আহমদ জনি, নজরুল ইসলাম রোকন, স্বেচ্ছাসেবকদল নেতা শাহজাহান, বাবলা, বদরুল, আবুল হারিছ, আনোয়ার, সা’দ, বিলাল, আব্বাস, রুবেল, রাসেল, ওয়াসিম, বুলবুল, আছার, শরীফ, থানা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, সুজন চৌধুরী, আমিনুল ইসলাম, জুবেল আমিন, নেওয়াজ শরীফ, জাকারিয়া, জাবের আহমদ, শাহিদ আহমদ, আব্দুল বাছিত, বদরুল, আইশাম, রিয়াজ, তাজুল, বিজয় দাস, আলম, তারেক, সঞ্জু রাম, জাবেদ, মঞ্জুর, কাওছার, কামরুল, সেবুল, আদনান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারার্দ্ধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দেওয়া না হলে সিলেট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। সেই সাথে এমসি কলেজের ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আবু সালেহ শামীম, যুগ্ম আহবায়ক লিটন কুমার দাস নান্টু, এমদাদ বক্স ও সরকারী কলেজের আহবায়ক বদরুল আজাদ রানার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়