Saturday, November 16

নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না: তৈমুর

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, সংবিধান দ্বারা একটি দেশ পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশ এখন দেশ এতিম হয়ে গেছে। শেখ হাসিনার জন্য দেশের রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি কাজ করছে না। সংবিধানে আছে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার সাথে সাথে পদত্যাগ হয়ে যায়। কিন্তু মন্ত্রীরা বলছেন তারা তাদের অভিপ্রায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। সংবিধানে অভিপ্রায় জানানোর কোন নিয়ম নেই। সংবিধান হলো একটি পবিত্র বই এটা নিয়ে কোন রকমের মশকরা করা চলেনা।

শনিবার বিকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী অনুয়ায়ী জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে  তৈমুর এসব কথা বলেন।

এ সময় তৈমুর আলম খন্দকার আরো বলেন, শেখ হাসিনা ও তার পুলিশ বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হামলা মামলা দিয়ে আন্দোলন ধমিয়ে রাখা যাবে না। আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে নারায়ণগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে তাদেরকে আর্থিক ভাবে সহযোগীতা করতে নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি। সেই সাথে ওই সকল
নেতাকর্মীদের জামিনে ছাড়িয়ে আনতে বিনা টাকায় মামলা পরিচালনা করার জন্য জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য ফোরামের নেতাদের অনুরোধ জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক
নুরুল হক চৌধুরী দীপু, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নুরুউদ্দিন, বন্দর(শহর) বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহবায়ক রিটন দে, সরকার আলম, আনোয়ার হোসেন আনু, যুবদলের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,
জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিয়াদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান বাবু, রেজা রিপন, মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি ফারুক আহম্মেদ, জেলা মৎসজীবি দলের জেলার সভাপতি গিয়াসউদ্দিন, জেলা ওলামা দলের সভাপতি শামসুল ইসলাম বেনু, জেলা মহিলা
দলের সভানেত্রী নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক মিতা বেগম, মহানগর মহিলাদলের সভানেত্রী রাশিদা জামাল
ইসলামী ঐক্যজোটের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জের ৫ জন এমপিই কাপুরুষ। আর নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এমন একজন মহিলা যারা লুঙ্গি থাকে তো কাপড় থাকে না। নারায়ণগঞ্জের এমপিদের সাথে জেলা প্রশাসন রয়েছে। আর আমরা রাস্তায় নামলেই গুলি করা হয়। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, লেভেল গ্রাউন্ড ফিল্ড তৈরি করে নির্বাচন দিয়ে দেখুন

নারায়ণগঞ্জ-৫ আসনের তৈমুর আলমের সাথে নাসিম ওসমান বিপুল ভোটে পরাজিত হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, রোববার বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলার সাজানো রায় ঘোষণা করা হবে। যদি ওই রায়ে তারেক রহমানের বিরুদ্ধে উল্টা পাল্টা কোন কিছু করা হয় তাহলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জকে অচল করে দেবে। প্রয়োজনের বুকের তাজা রক্ত দিয়ে নারায়ণগঞ্জের রাজপথ
রঞ্জিত করবে।

কেন্দ্রীয় যুবদলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পদাক নজরুল ইসলাম আজাদ বলেন, মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন দমানো যাবে না। আড়াইহাজারে একজন সন্ত্রাসী এমপি রয়েছে নজরুল ইসলাম বাবু তিনি আমাদের আড়াইহাজারবাসীর উপর অনেক নির্যাতন করেছেন। যদি রোববার তারেক রহমানের বিরুদ্ধে কোন রায় দেয়া হয় তবে যুবদল নেতাকর্মীরা আড়াইহাজারকে অবরুদ্ধ করে দেবে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির অনেক নেতাকর্মীরা আছে যারা তাদের আত্মীয়স্বজনদের নিয়ে হরতালের সময় ছাত্রদলের নেতাকর্মীদের পিকেটিংয়ে বাধা দেয় ধাওয়া দেয়। তাদের জন্য দল থেকে লাথি মেরে বের করে দেয়া হয়। যাতে করে তারা দলের সুসময়ে হালুয়া রুটি খেতে না আসতে পারে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়