Thursday, November 7

মুক্তিযুদ্ধের শক্তিগুলো ঐক্যবদ্ধ করুন : নাসিম

ঢাকা : ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 
 
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর ১৪ দলের তিনি এ আহ্বান জানান। আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করুন। তাতে দেশ ও জাতীর উন্নতি হবে। 

এ সময় চলমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রুটি-বিচ্যুতির মধ্যেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলোর তৃনমূল নেতাকর্মীদের প্রতি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুুতি নেয়ার আহ্বান জানান তিনি।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়