Tuesday, November 5

স্বাধীনতা পদক পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল

ইয়াসির উবাইদ 
অবশেষে স্বাধীনতা পদক পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল। ৪২ বছর পর।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সেই দলের কাজী সালাউদ্দিন স্বাধীনতা পদক পেয়েছেন। কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল আসেনি রাষ্ট্রীয় সম্মাননার তালিকায়।
এ নিয়ে আক্ষেপ ছিল। আক্ষেপ বুকে চেপেই স্বাধীন বাংলা ফুটবল দলের অনেকে মারা গেছেন। ৪২ বছরে দলটিকে সম্মানিত করার কথা ভাবেনি বাফুফেও! এবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকের জন্য বাফুফের কাছে মনোনয়ন চেয়েছে সরকার। এই পদকের জন্য স্বাধীন বাংলা ফুটবল দলকে মনোনীত করেছে বাফুফে। চিঠি দিয়ে তাদের এই মতামত জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়ে দেবে বাফুফে ।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, ”আমাদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পদকের জন্য মনোয়ন চেয়েছে সরকার। গত বছর আমরা কারো নাম প্রস্তাব না করলেও এবার স্বাধীন বাংলা ফুটবল দলকে স্বাধীনতা পুরস্কার দেয়ার জন্য মনোনীত করেছি আমরা। দেরিতে হলেও স্বাধীন বাংলা ফুটবল দল স্বাধীনতা পদকের দাবিদার ।”
স্বাধীন বাংলা ফুটবল দল
১. মো. জাকারিয়া পিন্টু (অধিনায়ক), ২. প্রতাপ শংকর হাজরা (সহ-অধিনায়ক), ৩. আইনুল হক, ৪. শাহজাহান আলম, ৫. আলী ইমাম (প্রয়াত), ৬. মো. কায়কোবাদ, ৭. সুভাষ সাহা, ৮. অমলেশ সেন, ৯. শেখ আশরাফ আলী, ১০. এনায়েতুর রহমান খান, ১১. শেখ মনসুর আলী লালু, ১২. সাঈদুর রহমান প্যাটেল, ১৩. বিমল কর, ১৪. শেখ তসলিম উদ্দিন, ১৫. আবদুল মমিন জোয়ারদার, ১৬. ফজলে সাইদান খোকন, ১৭. কাজী সালাহউদ্দিন (তুর্য হাজরা), ১৮. কে এম নওশেরুজ্জামান, ১৯. আমিনুল ইসলাম সুরুজ, ২০. নীহার কান্তি দাস, ২১. লুৎফর রহমান, ২২. গোবিন্দ কুণ্ডু, ২৩. আবদুল হাকিম, ২৪. সঞ্জিত কুমার দে, ২৫. মজিবুর রহমান, ২৬. আবদুস সাত্তার, ২৭. মনিরুজ্জামান (প্রয়াত), ২৮. মাহমুদুর রশীদ, ২৯. অনিরুদ্ধ, ৩০. তানভীর মাজহার মান্না (ম্যানেজার), ৩১. ননী বসাক (কোচ)।
ক্রীড়ায় স্বাধীনতা পদক
আব্বাস মির্জা (১৯৮১), মোশাররফ  হোসেন (১৯৮৬), নিয়াজ  মোরশেদ (১৯৮৯), শাহ আলম (১৯৯১), কাজী আবদুল আলীম (১৯৯৩), আতিকুর রহমান (১৯৯৪), জাকারিয়া পিন্টু (১৯৯৫), কাজী সালাহউদ্দিন (১৯৯৬) শেখ কামাল (১৯৯৮), ব্রজেন দাস (১৯৯৯), সুলতানা কামাল (১৯৯৯), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০০১) এবং বাংলাদেশ আনসার-ভিডিপি (২০০৩)।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়