Saturday, November 2

শান্তি আলোচনা বানচালের লক্ষ্যে ড্রোন হামলা হয়েছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তান- টিটিপি’র প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী। শুক্রবার রাতে তাতক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনা বানচালের লক্ষ্যে এ ড্রোন হামলা চালানো হয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।

গতকাল  পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তান- টিটিপি’র প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

এ ঘটনার পর সংসদে বিরোধীদলীয় নেতা পাকিস্তান পিপলস পার্টির সংসদ সদস্য সৈয়দ খুরশিদ শাহ, পিটিআই চেয়ারম্যান ইমরান খান, জামায়াতে ইসলামীর প্রধান সৈয়দ মুনাওয়ার হোসেন এবং জেইউআই-এফের নেতা মাওলানা ফজলুর রহমানের সঙ্গে দেশটির ভবিষ্যতে পরিস্থিতি নিয়ে আলাপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে সৈয়দ খুরশিদ শাহ বলেন, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,  এ ড্রোন হামলা এমন এক সময়ে চালানো হয়েছে যখন তালেবানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর জন্য ইসলামাবাদ সরকার আজ (শনিবার) একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল; কিন্তু ড্রোন হামলার পর এ বিষয়ে নিশ্চিতভাবে আর কিছুই বলা সম্ভব হচ্ছে না।

জেইউআই-এফের মুখপাত্র পাকিস্তানের একটি সংবাদপত্রকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের সময়ে ড্রোন হামলার নিন্দা করেছেন মাওলানা ফজলুর রহমান। একই সঙ্গে সরকারকে ধৈর্যের সঙ্গে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া, আন্তর্জাতিক মহল টিটিপির সঙ্গে সরকারের আলোচনা বানচাল ও ড্রোন হামলা চালিয়ে যেতে উঠেপড়ে লেগেছে এবং সে পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা হয়েছে বলেও মন্তব্য করেছেন মাওলানা ফজলুর রহমান।

এদিকে, শুক্রবারের ড্রোন হামলার কঠোর নিন্দা করেছে পাকিস্তান সরকার। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইজাজ আহমেদ চৌধুরী এক বিবৃতিতে ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, টিটিপি নেতাকে হত্যার পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়