Saturday, November 16

কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত ২১

ঢাকা : কর্নাটকের বেলগাঁওয়ের কাছে হালকি এলাকায় রাজ্য সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। একটি লরি উল্টে গেলে লরির আরোহীরা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ইন্সপেক্টর এসডি গুরনাভর জানিয়েছেন, বেলগাঁও থেকে হালকি আসার পথে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাইওয়ের একটি বাঁকে যাত্রীবোঝাই লরিটির চালক নিয়ন্ত্রণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি কয়েকবার পালটি খায়। এজন্য লরির আরোহীরা সাঙ্ঘাতিক চোট পান। হাড়, পাঁজর ভেঙে, মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই ২১ জন মারা যান। মৃত ও আহতরা সবাই ঠিকা শ্রমিক বা দিনমজুর। এরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করার জন্য সভাদাত্তি যাচ্ছিলেন। মৃতদের মধ্যে বেশকিছু শিশু ও মহিলা রয়েছে।

লরিটি আরোহীদের নিয়ে ইয়ারগির জেলা থেকে মহারাষ্ট্রের সভাদাত্তি যাচ্ছিল। লরিটিতে শিশু ও মহিলা সহ প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী ছিল। জখম ১১ জনের চোট গুরুতর। দুর্ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে মুড়গোড়ের হাসপাতালে জখমদের ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়