ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ মারবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন- এটা হতে পারে না।
সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এ সব কথা বলেন।
তিনি বলেন, হরতাল, নৈরাজ্য ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে আসতে হলে আগে নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, ষড়যন্ত্র ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর পথ থেকে বেরিয়ে আসতে হবে।
একাত্তরের ঘাতকদের যখন বিচার কাজ চলছে তখনই সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনউদ্দীনের ফাঁসির রায়ে ১৪ দলের পক্ষে সন্তোষ প্রকাশ করে নাসিম বলেন, ‘আগামীতে ১৪ দলকে জনগণ ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সুযোগ দেবে বলে আশা করছি।’
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদ ইসলামের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।---ডিনিউজ
সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এ সব কথা বলেন।
তিনি বলেন, হরতাল, নৈরাজ্য ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে আসতে হলে আগে নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, ষড়যন্ত্র ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর পথ থেকে বেরিয়ে আসতে হবে।
একাত্তরের ঘাতকদের যখন বিচার কাজ চলছে তখনই সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনউদ্দীনের ফাঁসির রায়ে ১৪ দলের পক্ষে সন্তোষ প্রকাশ করে নাসিম বলেন, ‘আগামীতে ১৪ দলকে জনগণ ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সুযোগ দেবে বলে আশা করছি।’
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদ ইসলামের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়